অশান্ত মেঘের আনাগোনা
কখনও বা গুড়ি গুড়ি বৃষ্টি
শন শন পবনের ধ্বনি
বেতাল ভঙ্গিমায় প্রবাহিত হচ্ছে
দক্ষিণা পূবাল ধায়ে...
জানালার ক্ষুদ্র পরিধার ছিন্দ্র,
ক্ষণে ক্ষণে বিদ্যুতের চমক
স্পন্দিত করে নববধূর হিয়ে
মাঝে প্রিয় জনরে কাছে
পাওয়ার নিবাক আকুতি
শুধু বেড়েই চলছে.....।
ব্যাঙের উতাল-পাতাল জলের কামনা,
ধ্বনিত করে তার কন্ঠে মাঝে
কখনও বা যৌবনাশক্তি আক্রোশ মেটায়
কোমলমতি শিশুর পিঠে চড়ে,
ঘোড়া সওয়ারের আদর সদৃশ, লুকোচুরি বেশে.....।
উজান গাঙ্গে গা ভেসে চলে মৎস্যপুরীর মৎস্যরা
পিপীলিকাদৃশ্য সমাবেশে ছুটে চলার প্রতিযোগিতায় মাতে
কখনবা শিকারীরা জালে কিংবা পাতানো ফাঁদে আশ্রয় নেয়
ক্ষুর্ধাত মানবের ক্ষুধা নিবারনের তরে।