ঝর ঝরো বৃষ্টির শব্দে,
মনের মাঝে বিষন্নতা
কালো ছায়া জমাট বেঁধেছে।
অথৈই জলের হায়নার হামলায়,
এতটুকু স্বস্তির জায়গা নেই-
চারিদিক গ্রাস করেছে।
ঘরবাড়ি তলিয়ে গেল,
অতিথী জলের আগমনে।
বৃষ্টির পানি কতটুকু,
তাই তো লোকে বলি শোনে।
পদ্মা সেতু নাকি চেয়েছে গলা,
কত শতক দিতে হবে।
তাই বলে নাকি গলা কাট,
শিশু চোরের উৎপাত তবে।
গলা কাটার খবর শুনে,
এলান নাকি গুজব।
তাই প্রতিরোধে দেখি,
প্রশাসনের ক্ষোভ।
ওহে ওহে হচ্ছে টা কী?
আরজ আজব ঘটনা।
বাড়ছে নাকি শয়তানের অপকর্ম,
ফায়দা লুটতে তাড়না।
কম চাপে কী ঘোষণা হলো?
গেল গেল জাত-মান গেল।
ঘুম হারামের জলে।
হায় রে হায়! ভাই,
কোথায় পালাই।
ভীষণ হৃদয় বেদনা.....।
হ্যালো হ্যালো কী যে হলো?
তদন্তে কী যে এলো?
কিসেতে কী বাহনা।
সত্য কিংবা মিথ্যা হেন,
রটে গেল যেন-তেন।
তাই তো আদেশ প্রশাসনের,
বিশৃঙ্খলার ক্লেশ এড়াতে;
বাধ্য কভূ হলো যেন,
হ্যালো হ্যালো কীবা হলো.......।
২৪.০৭.১৯ খ্রি. বুধবার।