পাপের বোজা মাথায় নিয়ে,
ঘুরবি কত কাল।
একাল ওকাল অন্তকাল,
সবি বৃথায় জাল।
যে কালই ধরবি রে তুই,
ফাঁদের বোজা বুঝবি।
যে জালেই করবি শিকার,
বোকার স্বর্গে লড়বি।
এ হবে তোর সে হবে,
পরে বাপে করবে মামলা।
মজেই যাবি পরের বুকে,
করবি নাকি ঝামেলা।
জানিস রে তুই জানবি পরে,
যায় দিন ভালো আসে খারাপ।
পাপ-পূর্ণের বিভেদ না বুঝে,
বুঝবি তখন সেই-সে অভাব।
এখন জানি আবেগে তুই,
মরিচিকা হয়ে ভিজছিস।
কারো বুকে মাথা রেখে,
অভিনয়ে মঞ্চে ঝুকছিস।
একদিন তোর পাপের খেলা,
জানিস হবে শেষ।
কী ভুল তুই করলি রে হায়!
বুঝবি অবশেষ।
যখন তুই সময় পেলি,
বুঝতে চায়ছিস না।
এমন সময় আসবে রে তুই,
বুঝেও সময় পাবি না।
নিজে নিজেই জ্বলে মরবি,
ভিতরে কেঁদে লাভ হবে না।
কেউ ঢুকবে না ভেতরে তোর,
উপর দেখায়ে লাভ হবে না।
উপর দেখে বাদ-বিচার তোর,
জানিস একদিন হবে শেষ।
উপরেই সবকিছু নয়,
বুঝবিরে তুই শেষমেষ।
তব তখন কিছুই করার,
থাকবে না আর সময়।
কোন কাজে ফল হবে না,
সব কিছুতেই হবে ক্ষয়।
৩০.০৭.১৯খ্রি. মঙ্গলবার।