কেন যে নিশ্চুপ বিবেক- মাগো,
অসহায় বন্যার্থ কাঁদে।
কী করুণ পরিণতি,
ভীষণ বুকে বিধে।
সামর্থ্য যাদের আছে কভু,
চাও গো ফিরো চাও।
দেখ তাদের করুণ দশা,
একটু গো ভার নাও।
খোদার দয়ায় অনেক আছে,
তাদের পাশে দাঁড়াও।
অনাহারে আর গৃহহীনে,
কষ্ট কী একটু ন’ চাও।
কেমন আছো মেঘের মেয়ে,
কেনই চোখে বৃষ্টি।
কার হুকুমে হাস-কাদ,
কার ধরারি সৃষ্টি।
তোমার ছেলের মুখের হাসি,
কখন কেমনে হয়?
গুমুড় গুমুড় ডাকছ কেন?
খ্যাপা মনে ভয়।
কানায় কানায় ভরে উঠেছে,
জল ঢোবারি খেলা।
কোন শ্বশুরের বাড়ি যাবে,
ভাসিয়ে জ্বালার ভেলা।
এত কিছু জ্বলে ভাসিয়ে,
তোমার ভেলা চালাও।
আপনকে তুমি পর করিয়ে,
কতই মজা পাও।
সর্বহারার আখিঁর জলে,
তোমার বুকে পড়ে।
পিশাচি ঢলে ছুঁয়ে,
তবু ন’মন ভরে।
লাঞ্চনার চরম কোপে,
ভুগছে জনগণ।
কোথায় যাবে কীযে খাবে?
জান কি মহাজন?
কার ঠাইয়েতে ডাকবে তোমায়?
মুখ ফিরিয়ে চাও।
এবার তোমার জুলুম তুমি,
গৃহে ফিরে নাও।
বন্ধ করে দাও গো মালিক,
তোমার নিষ্ঠুর খেলা।
যে পরিমাণ রাখার দরকার,
তাই রাখ এ বেলা।
হাসুক আকাশ আলোয় ভরুক,
দূর সবার দূভোর্গ।
শান্তি সুবাস ছড়াক,
অবসান হোক যোগ-বিয়োগ।
এই প্রার্থনা কবুল করো,
ওহে দয়াময়।
সব সমস্যার সমাধান দাও,
আমার বঙ্গময়।
১৭.০৭.১৯খ্রি. বুধবার