শাহজাহান সিরাজ, শাহীন
==================
কার পয়সা কেবা খায়?
শুধু মুচকি মারা হাসি।
কোন নীতিতে কেমন চাল,
ওরে সর্বনাসি।
================
কেমনে সে-যে হবে ভালো?
ঘাট বেঁধে যে ঘায়েল করে।
কীসের কীতে কিসের ঘী?
কোথায় কী সে ঝারে?
================
মুখেই শুধু মিল দেখি,
অন্তরেতে বিষ ভরা।
কোন কারাতে বন্ধি সে-যে?
কোন ধরাতে জ্ঞান হারা?
==================
আসল-নকল বুঝে না যে,
মিছেই অলীক ফাকিঁ।
মিছেই শুধু নাটক চলে,
বিষেই ভরা বাশিঁ।
=================
অন্তর পোড়া জ্বালা যে হায়!
সর্বাঙ্গ বিরাজ করে।
মরা আগে পুড়ামুখী,
এমন করেই মারে।
=====================
পোড়া বাশিঁর সুর যে আমার,
পোড়াই রয়ে গেল।
মিছেই রিদম ছল-চাতুরী,
অভিনয়ে যাঁতা পেল।
======০০০০========