.
আপনি কি আগামী
#অমর_একুশে_গ্রন্থমেলা_2016তে
বই বের করার কথা ভাবছেন (?)
.
তাহলে ধরে নিন সুপ্রিয় বন্ধু #পরামর্শ
শিরোনামের এ লেখাটি আপনার জন্য।
.
ভাবছেন, বইমেলা আসতে আরো
অনেক দিন বাকি।
আস্তে ধীরেই এগুবো।
.
আমি বলবঃ আপনার পান্ডুলিপি রেডি
না থাকলে রেডি করে, আগামী
দিন কয়েকের মধ্যে আপনার পছন্দের
প্রকাশনীতে যোগাযোগ করুন।
কারণঃ
(!) বইমেলার আগ মুহূর্তে প্রকাশকগণ
অনেক ব্যস্ত থাকেন। আপনাকে যা সময়
দেওয়ার প্রয়োজন ব্যস্ত থাকায় তিনি সে
সময় না ও দিতে পারেন।
.
(!) বইমেলার আগ মুহূর্তে বই তৈরীর
সকল পন্যের দাম বেড়ে যায়!
ফলে আপনার বইয়ের খরচ বেড়ে যাবে।
.
(!) বইমেলার আগ মুহূর্তে বই তৈরীর প্রতিটি
সেক্টরে ভীড় লেগেই থাকে।
ফলে অনেক সমস্যার সম্মুখীন হবেন আপনি।
যেমনঃ
(1) প্রুফ কাটার পরে যখন সংশোধন করবেন
আপনি হোন আর প্রকাশনীর কেউ হোক
কম্পিউটার ম্যান তাড়াহুড়ো করে
খুব একটা ভালো রেজাল্ট দিতে পারবেন না।
ফলে ভুল ত্রুটি রয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই গেল।
(2) প্রচ্ছদ ডিজাইনারের ও একি হাল।
ফলে বইয়ের কভার ও আপনার মন মত না ও হতে পারে ।
(3) প্রেসে তখন অনেক কাজের চাপ।
সময়ের মধ্যে প্রেস মালিক ও ডেলিভারি
দিতে পারবেন না।
তড়িঘড়ি করে ছাপার মান খুব খারাপ
না হলেও খুব একটা ভালো ও হবে না।
(4) বাইন্ডিংখানায় ও একি দশা। ধর ছাড়
বই বাঁধাইয়ে বইয়ের সৌন্দর্য হানি ঘটবে।
.
(!) বইমেলার আগ মুহূর্তে প্রকাশকগণের এতো
ব্যস্ততায় আপনার প্রকাশক হয়তো কিছু
বই কমপ্লিট করে আপনাকে দেবে এবং
বইমেলায় কয়েকটা বই তুলবে।
কথা হবে আপনাদের মাঝে, বইমেলার
পরে বাকি বই বুঝে নিয়েন লেখক সাহেব।
আপনিও বলবেন, ঠিক আছে।
খবরদার এই ভুল ভুলে ও করবেন না,
যা বুঝে নেওয়ার একবারেই বুঝে নিন।
(সব প্রকাশক আবার নয় ছয় টাইপের না
কিন্তু, তবে ভালো প্রকাশক লুকায়িত)
.
চলবে............
.
.
05/09/2015
সৌজন্যে
.
ফজলুর রহমান বকুল
সাহিত্য প্রকাশনী
পুস্তক প্রকাশক ও বিক্রেতা
.
facebook.com/shahittoprokashoni