এই ধরাতে এলাম যেদিন
শূন্য হাতে,
সেদিন আমার অশ্রু ছিল
নয়ন পাতে।
আমি তখন আঁতুড় ঘরে
দুর্বল অতি,
ধীরে ধীরে পেলাম ফিরে
চলার গতি।
তার পরেতে পেলাম কত
বন্ধু সুজন,
ভুলে গেলাম পাঠিয়েছেন
কোন মহাজন?
স্বার্থ নেশায় মেতে উঠি
নীতি ভুলে,
পরকে ঠকায় টাকার পাহাড়
গড়ি তুলে।
বিলাস বহুল বাড়ি করি
থাকবো বলে,
ভাবিনিতো সময় হলে
যাবো চলে।
রং মহলে জমে উঠে
রঙের মেলা,
বুঝিনিতো সাঙ্গ হবে
সকল খেলা।
ধীরে ধীরে ভাঙ্গন ধরে
দেহের ভাঁজে,
স্বস্তি খুঁজে পাইনা ফিরে
কোন কাজে।
সিন্ধুক ভরা টাকা পয়সা
সবই আছে,
তবু আমি যাচ্ছি হেরে
কালের কাছে।
মৃত্যু যেন হাত ছানিতে
আমায় ডাকে,
সময় তোমার শেষ হয়েছে
খোঁজো কাকে?
অনেক সাথী যাচ্ছে চলে
সকল ফেলে,
ফিরে কেহ আর আসে না
চলে গেলে।
জীবন ভরে যা করেছি
পরের লাগি,
এই জীবনে কেউ হল না
ব্যথার ভাগী।
প্রাণের দোসর হয়ে কেহ
দেয় না দেখা,
জীবন নদীর পারঘাটাতে
আমি একা।।