তোমার কোন ছদ্মনাম নেই প্রিয়তমা,
তুমি স্পষ্ট, উন্মুক্ত, সরল;
তোমার হাসি, তোমার চোখের জল,
সবই সত্যি, সবই অকৃত্রিম।
তুমি গোপন করো না মনের ভাব,
তুমি স্পষ্টবাদী, নির্ভীক;
তোমার ভালোবাসা, তোমার ঘৃণা,
সবই স্পষ্ট, সবই সোজাসুজি।
তুমি মিথ্যা বলতে জানো না প্রিয়তমা,
তুমি সত্যের পূজারী;
তোমার কথা, তোমার কর্ম,
সবই সত্যি, সবই নির্মল।
তুমি ছদ্মবেশ ধারণ করো না প্রিয়তমা,
তুমি যেমন তুমি, তেমনি থাকো;
তুমি স্বাভাবিক, তুমি সহজ,
তুমি অকৃত্রিম, তুমি অনন্য।
তোমার কোন ছদ্মনাম নেই প্রিয়তমা,
তুমিই তুমি, আর কেউ নও;
তুমি আমার প্রিয়তমা,
তুমি আমার হৃদয়ের রাণী।
তোমার কোন ছদ্মনাম নেই প্রিয়তমা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#কাব্ব্য