পরের জন্মে তুমি আমি হয়ে এসো,  
ভালোবাসায় ভাসিয়ে দেবো হৃদয়ের আলো।  
স্বপ্নের বাঁধনে বেঁধে রেখে,  
তুমি হবে আমার একান্ত গোপন ভালো।

তবুও জানো,  
ভালোবাসার পরে ছেড়ে দেবো তোমায়।  
শুধু তোমাকে দেখাবো কেমন লাগে,  
বিচ্ছেদের নীরব জ্বালায়।

তুমি বুঝবে সেই ব্যথা,  
যা আমায় কষ্ট দেয় রোজ।  
শুনবে সেই নীরব আর্তি,  
যা হৃদয় কাঁদায় একা এই সন্ধ্যার খোঁজ।

তুমি ফিরে চাওয়া আকাশের দিকে,  
আমি হবো দূরের তারা।  
তোমার সাথে থেকে  
বোঝাবো, বিচ্ছেদের যন্ত্রণা কতটা ভয়ংকর হয়।

পরের জন্মে তুমি আমি হয়ে এসো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান |
#কাব্য