নন্দিনী কথা বলার সুযোগ তো দাও
আবেশে পূর্ণ পথে পেঁপে গাছের পাশে
তোমার স্পর্শে থাকা ধূলিকণা
নিঃশব্দে কথা বলে! এসো প্রিয়ে
মুগ্ধ করো মোরে। ।
ঐ দূর আকাশে উড়ে শঙ্খ চিল
তারা-ও প্রশ্ন করে মোরে
বলেছো কি মুখ খুলে ভালোবাসি! ভালোবাসি।
আকাশে ভেসে বেড়ায়
সাদা কালো মেঘের ভেলা
নিঃশব্দে তারাও প্রশ্ন করে -
বলেছ কি তারে অন্তিম বেলায়
ভালোবাসো যারে ।
পথের ধারে ফুটেছে লজ্জাবতী
স্পর্শে লুকায় মন।
সেও আজি লজ্জা ভেঙে প্রশ্ন করে -
একি কবি এখনও বলনি তুমি?
তবে যে হারাবে তাকে!
হারায় মন সিন্ধ বিকেল।
একি প্রশ্ন করো তুমি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য