আমার হাতে কালি নেই, কলমও নিঃস্ব
শব্দেরা যেন সব মুখ ফিরিয়ে নেয়,
তুমি যদি কবিতা না হও—
আর না হয় তুমি পলাশ ফুল হইও।
এই ফাগুনের রঙে রঙে
যদি হারিয়ে যেতে পারো,
তবে আমার কবিতার প্রয়োজন নেই—
তুমি পলাশ হয়ে ফুটে থেকো।
নিশীথ রাতে একাকী কেউ
তোমার শিখার মতো রঙে পুড়বে,
ফাগুনের বাতাসে ঝরে পড়বে
তোমার লাল ভালোবাসার ছোঁয়া।
আমি কবিতা লিখতে ভুলে যাবো,
তোমার দিকে তাকিয়ে থাকবো শুধু—
আর না হয় তুমি পলাশ ফুল হইও!
পলাশের মত তুমি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য