সাদা কালো এই আমি,
জীবনের রঙিন ছবি।
হাসি আঁসূ মিশে আছে,
সুখ দুঃখের খেলা চলে।
আকাশের মত বিশাল,
সমুদ্রের মত গভীর।
পাহাড়ের মত উঁচু,
ফুলের মত সুন্দর।
জ্ঞানের আলোয় ভরা,
অন্ধকারেও পথ দেখাই।
সাহসের বুকে নিয়ে,
অসম্ভবকেও ছুঁয়ে ফেলি।
সাদা কালো এই আমি,
রঙ খুঁজে নিও তুমি।
মনের রঙিন তুলি দিয়ে,
আঁকে ফেলো আমার জীবন।
রঙিন তুলি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য