মাঝে মাঝে ভাবি,
কথার ভিতরেও কথা থাকে,
ঠিক যেমন বসন্তের পাশে শীতের জড়তা।
যেখানে রোদ মেখে খিলখিল হাসি,
সেখানে লুকিয়ে থাকে মেঘের কান্না।

একটি শব্দে সূর্য ওঠে,
অন্য শব্দে ডুবে যায় অন্ধকার।
জমাট বেঁধে থাকা নীরবতার মাঝেই
খুঁজে পাই অজস্র বিক্ষিপ্ত আলাপ।

কথাগুলো যেন নদীর মতো—
বাহিরে শান্ত, গভীরে বেগবান।
কখনোবা মেঠো পথের ধুলো,
কখনো আকাশ ছোঁয়া স্বপ্ন।

মাঝে মাঝে ভাবি,
আমাদের সব কথাই কি বলা হয়ে যায়?
নাকি কিছু কথা রয়ে যায়—
অস্পষ্ট, অসমাপ্ত, রঙিন বসন্তের মতো?


কথার ভিতরে কথা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য