গ্রহটি কি তবে বিধাতার এক অবুঝ রসিকতা?
নারীর মাধুর্যে সাজানো, রূপের অবারিত উৎসব—
তবু অযাচিত প্রশ্ন তোলা হয়,
"নারী, তুমি আরও কোমল হতে পারো না?"

সৌন্দর্যের অপচয় বলে?
তাহলে কীভাবে চাঁদ খসে পড়ে আকাশ থেকে?
সূর্যের আলো কি ক্ষুদ্রতর হয়
নারীর দীপ্তি ছাপিয়ে যেতে?

কোমলতার একপেশে দাওয়াই,
তবু কেন অসহনীয় কষ্টের বোঝা
তুলতে হয় তার কোমল হাতে?
তাকে কখনো বলা হয়, "কঠোর হও,"
কখনো, "তুমি তো অতিরিক্ত কঠিন!"

নারী, তুমি সৌন্দর্যের আকাশ,
কিন্তু তোমার গভীরতাও যেন মহাসাগর।
তুমি কোমল আর কঠিনের মিশ্রণে
এক অনবদ্য সৃষ্টি।

তাই এ গ্রহের প্রতিটি বিবেচনায়,
সৌন্দর্যের অপচয় নয়—
তোমার অস্তিত্বেই জ্বলজ্বলে প্রতিটি আলো।
তোমার কোমলতাও, কঠোরতাও
মানুষের জন্য এক পরম দীক্ষা।


নারী: সৃষ্টি ও শক্তি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য