কে রাখে কার খোঁজ!
চারপাশে ভিড়, তবু সবাই একা,
৪০ কদম পার হলেই সবাই নিখোঁজ।
হৃদয়ের গহীনে জমে থাকা শব্দ,
কেউ শোনে না, কেউ বোঝে না।
স্বপ্নের ঢেউয়ে ভেসে যাওয়া দিন,
স্মৃতির আঙিনায় হারায় প্রতিদিন।
কে রাখে কার খোঁজ!
আলো-আঁধারের মাঝেই জীবনের খেলা,
তবু থেকে যায় একা পথিকের বেলা।
হয়তো একদিন,
৪০ কদম পেরিয়ে
আমরাও হবো নিখোঁজ,
তখনও কেউ রাখবে না কারো খোঁজ।
কে রাখে কার খোঁজ! - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য