একজন উসামা বিন লাদেন—
জঙ্গীর তকমা গেঁথে দিলাম কপালে,
তাকেই শেষ করলাম নিজের হাতে,
অথচ সে একদিন ছিল ভয়হীন প্রতিবাদের প্রতীক!

একজন সাদ্দাম হোসেন—
তার স্বদেশপ্রেম ছিল চোখে আগুন,
জঙ্গী বলেই ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিলাম,
মাথা নিচু করলো না সে, আমরাই করলাম।

একজন গাদ্দাফি—
স্বৈরশাসক বলে হাহাকার করলাম চারদিকে,
আসলে কি আমরা জানতাম ওর দৃষ্টিতে
স্বাধীনতা মানে কেমন জিনিস ছিল?

ইমরান খান—
একজন নির্বাচিত নেতা,
দুর্নীতির বিরুদ্ধে যে লড়েছিল,
আজ তাকেও জেলে পুরে বসে আছি গর্ব করে!

তবে আজ ফিলিস্তিনের লাশের সারি দেখে
কেন কাঁদো? কেন হাহাকার?
তোমরাই তো চেয়েছিলে—
মুসলিমদের সাহসী মুখগুলো হোক নিঃস্ব, হোক নীরব।

তারা ছিল বিশ্ব মুসলিমের আশা-ভরসা,
আমরাই তুলে দিলাম শত্রুর হাতে—
তাদের মৃত্যুতে কাঁদবে না আজকাল কেউ,
কারণ জীবিতকালেই তো করেছিলে তুচ্ছ।

একটা লাদেন—
পুরো আমেরিকার ঘুম কেড়ে নিয়েছিল,
বুশও কেঁপে উঠতো তার নাম শুনে,
আর আজ? ঘুমাও নিশ্চিন্তে... নিঃশব্দ মুসলিম জগতে।

তাদের নিয়ে আফসোস নয়,
নিজেদের নিয়ে করো—
আমরা যারা বিবেককে বন্ধক রেখে
ক্ষমতার হাত ধরে চলি অন্ধের মতো।

কি জবাব দিবো কিয়ামতের দিন?
কি বলবে মুখ তুলে প্রভুর সামনে?
ভাবো... এখনো সময় আছে—
তাও যদি একটু বিবেক বেঁচে থাকে!

#কাব্য