এটা কি ভালোবাসা ছিলো, সত্যি?
হৃদয়ে ঝঞ্ঝার স্বপ্নের মতো তুমি আসা,
নির্বাক সময়ের মধ্যে জ্বলে উঠা এক অগ্নিকাণা।
সত্যি ই কি ভালো বাসতে?
কি দেখিয়ে দিয়েছে বৃষ্টির ধারা সেই অপরূপ বাতাসে,
ব্যর্থ আশা, অমূর্ত স্পর্শের জন্যে এই হৃদয় ভাসতে।
বিচারিনী স্নেহের মধ্যে কি একটি সত্য থাকে,
আথবা সব ই মিথ্যে, এক কাল্পনিক ধারা থাকে?
এটা কি ভালোবাসা ছিলো, সেই আমি জানি না,
কিন্তু ভালোবাসা অনুভব করা, এটা সত্যি বড় কথা।
ভালোবাসা ছিলো? - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য