এসো দেবী, এসো স্বপ্ন সহচরী
এসো হৃদয় মাজারে।
এ হৃদয় বড্ড তৃষ্ণার্ত
তোমার ছোঁয়ায় হবে শান্ত।
বহুদিন কেউ ভালোবাসে নি;
বহুদিন কেউ আলিঙ্গন করে নি;
বহুদিন কেউ চুম্বন করে নি;
আমি তার প্রতিক্ষায়। ।
যেমন প্রতিক্ষায় থাকে
রাত্রি শেষে ভোর।
তেমনি প্রতিক্ষায় আমি।
আলিঙ্গন, স্পর্শ, চুম্বনের অভাবে
শুষ্ক শরীরে এখন দেখা দিয়েছে পুষ্টিহীনতা।
সব কিছু লাগে ফাঁকা ফাঁকা।
যুদ্ধাহত মনে দানা বেঁধেছে রোমান্টিকতা।
এসো দেবী শেষ বারের মত।
এসো স্বপ্ন সহচরী
হৃদয় মাজারে এসো।
নির্ঘুম রাত, শুধু হা-হুতাশ।
এসো হতাশা কাটাতে এসো;
এসো ভালোবেসে, ভালো থাকতে।
প্রতিক্ষায় আমি স্বপ্ন সারথি।
তোমার প্রতিক্ষায় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য