আমি চিরতরে দূরে চলে যাবো,
তবু আমারে দেবনা ভুলিতে,
সেই দূরের পথে একাকি যাবো,
আমার প্রেম, আমার আশা, সব নিয়ে।
হতে পারে আমি দেখি না তোমায়,
তবুও তোমার স্মৃতি হবে আমার সাথে,
সব কিছু ছেড়ে, সব কিছু হারিয়ে,
তবু আমারে দেবনা ভুলিতে।
তোমার কথা, তোমার হাসি,
সব কিছু আমারে ভাসাবে মনে,
সত্যি, আমি চিরতরে দূরে চলে যাবো,
তবু আমারে দেবনা ভুলিতে।
শ্রদ্ধা:
আমরা কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে তার স্মরণে শ্রদ্ধা জানাই। তার অমর সাহিত্য আমাদের হৃদয়ে সদা বেঁচে থাকবে। তাঁর কবিতা, গান, এবং লেখা আমাদের প্রেরণা এবং আশা দেয়। প্রিয় কবি, আমরা তোমাকে চিরকাল মনে রাখবো। তোমার আত্মা শান্তি পাক।
ভুলিতে দেবনা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য