ভুল সেতো ফুল,
ভুলের নগরীতে বাস।
চারদিকে হচ্ছে ভুল;
ভুলে ভুলে নাশ।
ভুল করে কেউ কাঁদে,
ভুল করে কেউ হাসে।
ভুল করে কেউ ধনী,
ভুল করে কেউ ঋণী।
ভুল করে কেউ ভালো,
ভুল করে কেউ মন্দ।
ভুল করে কেউ সত্য,
ভুল করে কেউ মিথ্যা।
ভুল করে কেউ জন্ম,
ভুল করে কেউ মৃত্যু।
ভুল করে কেউ প্রেম,
ভুল করে কেউ বিচ্ছেদ।
ভুলের নগরীতে বাস,
ভুলের ফুলের সমাস।
ভুলে ভুলে নাশ,
ভুলের নগরীতে বাস।
ভুলের নগরীতে বাস - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য