তুমি আমায় হয়তো ভুলে গেছো
অনেক দিন আগে পড়া কোনো কবিতার মত।
ভুলে গেছো হাতে হাত রেখে হেঁটে চলা,
সেই গোধূলির ছায়ায় মিশে যাওয়া পথ।
তুমি আমায় হয়তো ভুলে গেছো
মেঘলা দিনের নিঃশ্বাসে হারানো,
কিংবা বৃষ্টির সুরের মাঝে খুঁজে ফেরা
সেই মায়াবী ক্ষণ।
তুমি আমায় হয়তো ভুলে গেছো
প্রজাপতির রঙে আঁকা সেই স্বপ্নগুলো,
যেখানে আমরা একসাথে দেখেছিলাম
নক্ষত্রের জ্বালানো আলো।
তুমি আমায় হয়তো ভুলে গেছো
তবু আমার হৃদয়ের কোণে,
তোমার স্মৃতি আজও জাগ্রত থাকে
শুধু তোমার অপেক্ষায়, সারা জীবন ধরে।
ভুলে যাওয়ার স্মৃতি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য