তুমি কবি করেছো ভুল, কেটে তোমার লম্বা চুল,
ভুলের দানে কাটা চুল, ভাঙতে পারে কি সেই ভুল?

ভুলের শিকার হয়ে যাও, নিজেকে খোজ পেতে চাও,
চুল কাটায় দু:খিত মন, ভাঙতে পারে কি সেই কর্ম?

কর্মের বন্ধনে জীবন, ভুল করা মানে কি শীর্ণ?
ভুলের মাঝে তোমার মন, খোঁজে তোমার সত্ত্ব সন্ধান,

ভুল ভাঙতে চাও তবে, নতুন জীবনের স্বপ্ন দেখো,
চুল কাটা মানে কি শেষ? নতুন কর্মে আসবে বেশ?

ভুল ও চুলের কাব্য - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য