তুমি নারী সর্বনাশিনী
ভালবাসলে কিন্তু আপন হলো না।
সর্বনাশিনী সর্বনাশ করেছ মোর
ভেঙ্গে হৃদয় পবিত্র ঘর।

নিজের প্রয়োজনে কাছে আসলে
নিজেরই প্রয়োজনে দূরে গেলে
করে মিছে অভিনয় সর্বনাশিনী।

তবে কি আলিঙ্গন, ললাটে চুম্বন
শুষ্ক ঠোঁটে কফির দাগ!
সবি ছিল বৃথা?
বৃথাই যদি যাবে কেন দিলে আশ্বাস।

আশ্বাস দিয়ে করলে সর্বনাশ
তুমি নারী সর্বনাশিনী,
সর্বনাশ করেছো মোর।

নিশিতে কথোপকথন, ক্যাফেটেরিয়া চুম্বন
কালের সাক্ষী হয়ে আছে আলোক চিত্র।
সেগুলো কি ভুল ছিল? ছিল কি ভুল!
যে চলে গেলে বহু দূরে..

সেই শহরে কি কৃষ্ণচূড়া ফোটে
হাতবন্দি কৃষ্ণচূড়া এনে কি দেয় কেউ?
ভালো কি বাসে কেউ পাগলের মত
ভালবাসে কেউ!!

তুমি নারী সর্বনাশিনী
ভালবাসলে কিন্তু আপন হলো না।

ভুল মানুষ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য