তুমি নারী পড়েছ শাড়ি
কানে ঝুমকো ফুল
তোমার প্রেমে পড়েছি আমি
সেই তো ছিলো ভুল।