খুবই ক্লান্ত,
মন যেন বালুকার বাঁধ,
ক্লান্তির ঢেউ এসে ভেঙে দেয়
আশার শেষ কণাগুলো।
চোখ জুড়ে ঝরে পড়ে
অতীতের জ্বালা আর বর্তমানের ভার।
শরীর বলে, "আর নয়, থেমে যা।"
মন বলে, "তবুও এগিয়ে যা।"
এই টানাপোড়েনে জড়িয়ে আছি,
অন্তহীন এক যাত্রার পথে।
জীবনের দাবিগুলো গিলে খায় সময়,
স্বপ্নগুলো চাপা পড়ে প্রয়োজনের নিচে।
তবুও হাসি মুখে বলি, "সব ঠিক আছে,"
ভিতরটা জানে, কতটা ক্লান্ত আমি।
মাঝেমাঝে ইচ্ছে করে,
কোনো এক কোণে বসে,
সব ছেড়ে দিয়ে চুপচাপ থাকি।
শুনতে চাই প্রকৃতির সুর,
দেখতে চাই নীরবতার রং।
কিন্তু জীবন থেমে থাকে না,
ক্লান্তি নিয়ে বয়ে যেতে হয়।
তবুও, এই ক্লান্ত হৃদয়ে
এক বিন্দু আশা জ্বলে—
হয়তো একদিন শান্তি আসবে,
এই দমবন্ধ করা যাত্রার শেষে।
খুবই ক্লান্ত - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য