খুবই আজব ভালোবাসা ছিল তার,
সে চেয়েছিল অন্য কারো,
তবু আমাকেও রাখতে চেয়েছিল!
মনে হতো যেন মেঘের মতো,
ধরা যায়, তবে রাখা যায় না।
তার চোখে ছিল ঝড়ের আবেশ,
কিন্তু ঠোঁটে ছিল মিষ্টি এক হাসি,
যা বয়ে আনত বিভ্রান্তি।
সে বলতে চাইত—
"তুমি আছো, তবে তুমি নেই।
তুমি আমার, তবে আমি তোমার নই।"
ভালোবাসার এমন দ্বন্দ্বে,
আমার হৃদয় ভাঙল চুপিসারে।
তবু হাসি ফুটলো ঠোঁটে,
কারণ তার এ আজব চাওয়ায়
ছিল এক অপূর্ণতার মায়া।
তাকে বোঝার চেষ্টায়,
আমার দিন-রাত হারিয়ে গেল।
তবু সে অন্য কারো হতে চাইল,
আমার কাছে তার গল্প রেখে গেল।
হয়তো ভালোবাসা এমনই,
আজব, অদ্ভুত আর জটিল।
সে হারাল অন্য কোথাও,
তবু আমার মনে রয়ে গেল।
খুবই আজব ভালোবাসা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য