অসীম সাহসের গান গাই,
আমরা নতুন প্রজন্ম।
ভুলগুলো সংশোধন করবো,
রাখবো দৃঢ় প্রণয়।
জীবন যুদ্ধে হাল ছাড়ি না,
সাহসিকতার পথে চলি।
বুক চিতিয়ে বুলেট খাবো,
বিনা ভয়ে প্রতিবাদ করি।
প্রথার দেয়াল ভাঙবো আজ,
গড়বো নতুন দিগন্ত।
হালকা ভাবলে ভুল করবেন,
আমরা অটুট, আমরা অপ্রতিরোধ্য।
শক্ত হাতে কলম ধরেছি,
লেখছি নতুন ইতিহাস।
বুক চিতিয়ে বুলেট খাবো,
গড়বো সমতার অধিকার।
তুমি যতই খুশি খোটা মারো,
আমরা থামবো না।
ভাঙবো প্রথার 'কোটা',
আমাদের নতুন দিনের আশা।
ভাঙবো প্রথা কোটা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
#SaveBangladeshiStudents