উত্তরে বন্দনা করি তোমার নামে,
যে নামেতে লুকায় সকালের বর্ণচ্ছটা,
যে নামেতে জাগে জীবনের গান,
তোমার জন্যই এ হৃদয়ে প্রেমের ঘনঘটা।
সবকিছু তাহার লাগি,
যে রৌদ্র ছুঁয়ে যায় মাঠের সবুজ ঘাস,
যে বাতাস চুলে বাঁধে দোলার সুখ,
তোমার নামেই তো গেয়ে ওঠে আকাশ।
তোমার লাগি ঝরে পাতার কান্না,
ফুলেরা বুকে জাগায় সুবাসের সাধ,
তোমার হাসিতে জ্বলে দিনের প্রদীপ,
তোমার ছোঁয়ায় ফোটে জীবনের স্বাদ।
উত্তরে বন্দনা করি তোমার নামে,
যেন প্রতিটি দোলায় বাঁধা স্বপ্নের মালা,
তোমার ছায়াতলে খুঁজে পাই শান্তি,
তোমার স্পর্শে জীবন হয় পূর্ণতালিকা।
উৎসর্গ :
মহান আল্লাহ তাআলার নিকট, যিনি সৃষ্টি করেছেন দেখা এবং অদেখা সকল কিছু, যাঁর অসীম ক্ষমতায় প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিশ্বাস রচিত। তাঁর অনন্ত রহমত ও করুণার প্রার্থনা করি। তাঁরই ইচ্ছায় এই কবিতার সৃষ্টি, এবং তাঁরই রহমতে প্রতিটি শব্দে প্রকাশিত হোক চিরন্তন প্রেম ও সত্যের মহিমা। তাঁর অশেষ রহমত এবং অনুগ্রহে আমার জীবন।
বন্দনা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য