ভালোবাসা পাওয়ার জন্য
আমি অনেক স্বার্থপর হতে পারি
তোমার জন্য আমি
আমার সবকিছু দিতে পারি
তোমার জন্য আমি
আমার স্বপ্ন ত্যাগ করতে পারি
তোমার জন্য আমি
আমার সব আবেগ বিসর্জন দিতে পারি
তোমার জন্য আমি
আমার স্বাধীনতা হারাতে পারি
তোমার জন্য আমি
আমার জীবন দিতে পারি
কারণ আমি জানি
ভালোবাসা পেলে
আমার জীবন সার্থক হবে
ভালোবাসা পেলে
আমি সুখী হব
ভালোবাসা পেলে
আমি পূর্ণ হব।
ভালোবাসা পাওয়ার জন্য - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য