তোমার অপেক্ষায় যদি যায় জীবন,
নেমে আসে মৃত্যু দূত।

সন্ধ্যা হয়ে যায় দিনের সব দিক,
আমার চোখে মেঘ ছুঁয়ে গেছে শিক।

কালো রাতে জলে পড়া আকাশ,
কি রহস্যে লুকিয়ে গেছে সব আশা?

শুনেছি তোমার কাছে বৃষ্টির ধারা,
অবশেষে যায় একটি নীল অহভান।

হৃদয়ে ছুঁয়ে গেছে মিষ্টি আকাশ,
ভালোবাসা হোক তোমার সাথে আবার আমার।

ভালোবাসা হোক - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।।
#কাব্য