অনেক কিছু বলার ছিলো, বলা হয়নি কখনো,
মনের গভীরে জমা রইলো, সময়ের নদীতে হারালো।
প্রিয়তা, তোমার দিকে তাকিয়ে,
শব্দগুলো আটকে যায়, নীরবতা আনে নিজেকে।
চোখে চোখে কথা হয়, শব্দ ছাড়াই বুঝে নিই,
তুমি কি জানো, কত কথা বুকের গভীরে সাজিয়ে রাখি?
অনুভূতির ভেলায় ভাসি, অথচ ভাষা খুঁজে পাই না,
তোমার সামনে এসে সব যেন থেমে যায়, নীরবতায় ডুবে যায়।
একটুখানি হাসি, একটুখানি চাওয়া,
মাঝে মাঝে মনে হয়, হয়তো বলা হতো সব যদি সাহস পেতাম।
কিন্তু প্রিয়তা, কিছু কথা থাকে বলার নয়,
কিছু অনুভূতি থাকে মনের একান্ত গহীনে জমা হয়ে।
তুমি জানো কি? এই অনুচ্চারিত কথাগুলো,
তোমার জন্য আজও সজীব, আজও জীবন্ত আমার হৃদয়ে।
অচেনা ভাষায় না হয় থাকুক,
মনের মধুর গোপন কোণে আগলে রাখব তোমাকে, চিরদিনের মতো।
অনুচ্চারিত কথা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য