তোমার চোখের স্বপ্নগুলো
বন্দী আজ মেঘের মাঝে,
তুমি যাকে ভালোবেসে ছিলে
সে দূরে হারিয়ে গেছে স্রোতের ভাঁজে।
তোমার হাতের ছোঁয়া এখনো
বাতাসে ভাসে অবিরাম,
তবুও কেন জানি না,
তোমার কাছে এসে যায় না কোনো নাম।
বিষণ্ণ সেই সন্ধ্যায়,
তুমি একা বসে আছো পথের ধারে,
যেন কেউ এসে বলবে,
"এবার উঠে দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে।”
কিন্তু সময়ের স্রোতে ভেসে যায়
অনেক অব্যক্ত কথা,
তোমার দৃষ্টি হারিয়ে যায়
অচেনা কোনো প্রান্তে, একাকী রাতে।
তবু থেকে যায় ভালোবাসা,
মেঘের আড়ালে লুকানো আলো,
তোমার হৃদয় জানে,
এটাই সত্যি—কখনো মুছে যাবে না ভালো।
অব্যক্ত ভালোবাসা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য