কুড়ি বছর পর সেই কুয়াশায়,
পাই যদি হঠাৎ তোমারে!
হয়তো ছুঁয়ে যাবে আমার বুকের ক্ষত,
বিষাদে ভরে যাবে সকল কথা।

তুমি তাকাবে নির্লিপ্ত চোখে,
আর আমি দমিয়ে রাখব বুকে জমে থাকা ব্যথা।
হয়তো চেনা ভঙ্গিতে হাসবে তুমি,
অথচ আমি হারিয়ে যাব পুরনো স্মৃতির ভীড়ে।

তোমার চুলে নতুন দিনের গন্ধ,
কিন্তু হৃদয়ে পড়ে আছে আগেরই সেই দাগ।
কুড়ি বছর পরও সেই কুয়াশায়,
যদি পাই তোমাকে, হারিয়ে ফেলব আবার নিজেকে।

চোখে চোখ রেখে কিছু বলব না,
কেবল অনুভব করব না-বলা কথার ভার।
কুড়ি বছর পরও সেই কুয়াশায়,
তোমার অস্তিত্বে ডুবে যাবে আমার অবসাদ, বিরহ।

কুড়ি বছর পর - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য