সূর্যের আলোয় ঝলমলে দিনে,
চাঁদের আলোয় রুপোলি রাতে,
হাসিতে ভরা মুখ, কান্না ভরা চোখে,
তুমি ভুল কিংবা ফুল, তুমি তো আমারই!
ভালোবাসার গান গেয়েছি যখন,
দুঃখের কবিতা লিখেছি যখন,
সাথে ছিলে তুমি, পাশে ছিলে তুমি,
তুমি ভুল কিংবা ফুল, তুমি তো আমারই!
হাজার মাইল পথ পাড়ি দিয়েও,
মনের দূরত্ব মেটে না কখনো,
তোমার কাছেই টানে, তোমার কাছেই চায়,
তুমি ভুল কিংবা ফুল, তুমি তো আমারই!
জীবনের রঙিন খেলায়,
কখনো হেসেছি, কখনো কেঁদেছি,
তুমি ছিলে সাথে, সঙ্গী ছিলে তুমি,
তুমি ভুল কিংবা ফুল, তুমি তো আমারই!
ভুল বোঝাবুঝি হয় যখন,
কথা-কথায় ঝগড়া হয় যখন,
মন ভেঙে যায়, কষ্ট হয় অনেক,
তবুও তুমি আমারই, তুমি তো আমারই!
কারণ জানি আমি, ভালোবাসা সত্যি,
তুমি ছাড়া ভাবতে পারি না আমি,
তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভাবনা,
তুমি ভুল কিংবা ফুল, তুমি তো আমারই!
এই জীবনে, এই মুহূর্তে ,
তোমার সাথেই থাকতে চাই,
হাত তোমার হাতে, মন তোমার মনে,
তুমি ভুল কিংবা ফুল, তুমি তো আমারই!
তুমি তো আমারই! - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য