দৃষ্টির অগোচরে,
হৃদয়ের স্পন্দনে,
তুমি থাকো কাছে,
অদৃশ্য সঙ্গী মনে।
শব্দের অপেক্ষায়,
কান পেতে থাকি,
তোমার মৃদু কথা,
শুনতে মন আকুল।
স্পর্শের অভাব,
হৃদয়ে বেদনা জাগায়,
তোমার সান্নিধ্যের,
অপেক্ষায় থাকে প্রাণ।
অদৃশ্য তুমি হলেও,
থাকো চির কাছে,
হৃদয়ের বন্ধনে,
অবিচ্ছেদ্য সঙ্গী।
তোমার ভালোবাসা,
জীবন করে উজ্জ্বল,
দৃষ্টির অগোচরে,
থাকো তুমি অমলিন।
উৎসর্গ - মিজানুর রহমান 🥰
যার হাতের ছোঁয়াতে জাদু মেশানো।
তুমি থেকো মনে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য