একপলক দেখেছিলাম যাকে,
এক সহস্র বছরেও ভুলতে পারিনি তাঁকে।
হুটহাট মন খারাপ, একাকীত্ব নিঃশেষ করে আমায়।

তুমি নেই তুমি নেই -
তবু মনে হয় তুমি আছো!
তুমি আছো আমার সমস্ত ভাবনায়।

তুমি নেই - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য