তুমি নারী সর্বনাশি
সর্বনাশ করেছো মোর
ভেঙেছ মসজিদ, মন্দির, পেগুডা।
অগ্নিদহনে পুড়িয়ে মেরেছ
জ্বলন্ত চিতা বুকে।

কত স্বপ্ন কত আশা
দেখিয়েছিলে মোরে,
দিলে তিন সত্য
তবুও কেনো আজ
সব ভুলে তুমি
জ্বালাও মনে তে অগ্নি?

তুমি নারী সর্বনাশি
সর্বনাশ করেছো মোর
মুক্ত মালা রইলো পরে
স্বীকার করনি নারী।
সর্বনাশি, সর্বনাশি।

তুমি নারী সর্বনাশি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য