সূর্য ডুবে গেছে আকাশে,
অন্ধকার নেমেছে ধীরে ধীরে।
পাখিরা ঘরে ফিরেছে,
নিঃসঙ্গ হয়েছে বাতাস।

তুমি এলেই শেষ দেখা হবে,
তারপর কাফনের হবে আয়োজন।
আর কখনো দেখা হবে না,
এই পৃথিবীর মাটিতে।

চোখের জল শুকিয়ে গেছে,
হৃদয় হয়েছে পাথর।
ব্যথার ভার বহন করতে,
শক্তি হারিয়ে ফেলেছি।

তুমি এলেই শেষ দেখা হবে,
তারপর চির বিদায়।
স্মৃতিগুলো হবে অমলিন,
থাকবে মনের কোণে।

জীবনের বই শেষ হবে,
আসবে নতুন অধ্যায়।
কোথায় যাবো, কি করবো,
জানি না কিছুই।

তুমি এলেই শেষ দেখা হবে,
তারপর অন্ধকারে হারিয়ে যাবো।
আবার কখনো আলো দেখতে পাবো,
এই আশাও ছেড়ে দেবো।

তুমি এলেই শেষ দেখা হবে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য