তুমি আছো বলেই

আমার দু' চোখে এতো স্বপ্ন,

মেঘের মত ভেসে যায় প্রতিক্ষণ।

সুরে গানে এক সহস্র বছর দূরে,

তোমার অভাবে হারানো আকাশে স্বপ্ন।

অচেনা পথে একলা ভ্রমণ,

তোমার ছায়ায় ক্ষণে মিলে হারি স্বপ্ন।

চুপ করে বলি তোমায়, একলা নই,

তোমার সাথে পূর্ণ হবে প্রতিটি স্বপ্ন।


তুমি আছো বলেই - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য