কোথায় পাই তারে!
খুঁজিয়া মরি যারে। ।
অন্ত নিহিত পথ পেড়িয়ে
আসবে কি সে মনোমন্দিরে?

মুগ্ধতার আবেশে রবে কি জড়িয়ে?
দেবে কি শরীরের তাপ? একটু স্পর্শ
কিংবা একটু চুম্বন।

কোথায় পাই তারে!
খুঁজিয়া মরি যারে।
হবে কি নয়নের আলো?
বিস্তীর্ণ মাঠ কিংবা খোলা আকাশ।

দেহের সাথে দেহ
মনে মনে মিলন;
মিলিত দ্বারায় পবিত্র হয়
তোমার আমার জীবন।

তোমার তরে আমি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য



স্মৃতি হয়ে থেকো! সেই স্পর্শ সেই সুখ
২রা মে ২০২৪ ত্রিশাল, বাংলাদেশ।