নিঃশব্দে ঝরে যাওয়া বেলি ফুলের মতো,
ঝরে যাক জীবনের ক্লান্তি আছে যতো
সাদা রঙের পাপড়ি খুলে,
মনের ভার ভুলে
হালকা সুবাস ছড়িয়ে,
মনকে করে তুলে হালকা করে দিয়ে
বেলি ফুলের মতো,
আমাদের জীবনও যাক চলে
নিঃশব্দে, অনায়াসে,
কোনো হতাশা ছাড়াই
ঝরে যাক ক্লান্তি,
আসুক নতুন জীবন
বেলি ফুলের মতো,
পরিষ্কার হোক আমাদের মন
সুন্দর হোক আমাদের জীবন।
তোমার জন্য বেলি ফুল - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য