তোমার অদম্য উন্মাদনায়
মাঝে কি সুখ!
বারবার চাহিয়ে দেখি
তোমার প্রিয় মুখ।
তোমার অগ্নিঝরা চোখে
যে আগুন জ্বলে,
সে আগুনে আমি
মগ্ন হয়ে যাই।
তোমার উচ্ছ্বাসিত হাসি
যেন আমার হৃদয়কে
উজ্জীবিত করে তোলে।
তোমার প্রবল আবেগ
যেন আমাকে
অন্য এক জগতে নিয়ে যায়।
তোমার অদম্য উন্মাদনায়
আমি হারিয়ে যাই,
তোমার প্রেমে আমি পাগল হয়ে যাই।
তোমার অদম্য উন্মাদনায় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
২৪ নভেম্বর, ২০২৩