যদি আজ আমি তোমাকে ভুলে যাই,
তবু মনে রেখো,
আমার হৃদয় তোমাকে কখনো ভুলবে না।

যদি আজ আমি তোমাকে ছেড়ে যাই,
তবু মনে রেখো,
আমার মন তোমাকে কখনো ছেড়ে যাবে না।

যদি আজ আমি তোমাকে আর ভালোবাসতে না পারি,
তবু মনে রেখো,
আমার ভালোবাসা তোমার জন্যই রয়ে যাবে।

যদি আজ আমি তোমার কথা আর মনে না রাখতে পারি,
তবু মনে রেখো,
আমার স্মৃতি তোমার সাথেই থাকবে।

কারণ তুমি আমার প্রথম ভালোবাসা,
তুমি আমার একমাত্র ভালোবাসা।

তুমি আমার আত্মার সঙ্গী,
তুমি আমার হৃদয়ের মালিক।

তুমি আমার জীবনের আলো,
তুমি আমার স্বপ্নের রাজকুমারী।

তাই তবু মনে রেখো,
আমি তোমাকে কখনো ভুলব না।

তবু মনে রেখো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য


(২৯ জানুয়ারি, ২০২৪)