জন্মাব্দি জন্মান্তরে
মনে রেখো ধরে,

সিক্ত হৃদয় ভালবাসায়
ভালো থেকো সবে।

এত ভালোবাসা রাখব কোথায়?
ত্রি ভূবনে তো এত জায়গা নাই।

এমন দিন আসুক নিত্য
ভালোবাসায় হই সিক্ত।

উৎসর্গ - গতকাল আমার জন্মদিন ছিল, জন্মদিনের শুভেচ্ছা জানানোর সেই সহস্রাধিক ভালোবাসার মানুষকে, যারা আমার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছে।

জন্মান্তরের ভালোবাসা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য