বাংলার মাটি, ধানের শীষ,
সবুজের মাঝে গড়ে তুলি নিশ।
পাখির ডাকে ভোরের গান,
স্বপ্ন আঁকি নীল আকাশে প্রাণ।
ইচ্ছে জাগে, যদি আবারও জন্ম পাই,
প্রকৃতির রূপে নিজেকে সাজাই।
ঘাসফুল হয়ে পথের ধারে,
কাঁদা মাটি হয়ে শিশুর পায়ে।
নদীর কলকল, স্রোতের গতি,
পাহাড়ের চূড়ায় অবিনাশী স্মৃতি।
সমুদ্রের ঢেউ হয়ে ছুটে চলি,
অন্তহীন ভালোবাসায় মিশে বলি—
আমি প্রকৃতি, আমি বাংলার গান,
জন্মে মিশে থাকি তারই প্রাণ।
বারবার ফিরে আসি তার কোলে,
প্রকৃতির ছোঁয়া স্নেহে মেলে।
প্রকৃতির স্পর্শ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য