তোমায় জড়িয়ে ধরার পর আমার মনে হলো,
পৃথিবীতে দুঃখ বলে আর কিছু নেই,
তোমার হাসির আলোয় মুছে যায় সব ক্লেশ,
প্রতিটি মুহূর্তে যেন সুখের স্বপ্ন দেখি।

তোমার স্নেহের স্পর্শে বুকে জাগে আশা,
শীতল হাওয়ায় মাখা তোমার মিষ্টি ভাষা,
সব ব্যথা ভুলিয়ে দেয়, মুছে ফেলে ব্যথার দাগ,
তোমার প্রেমে ডুবে যাই, হারাই সকল রাগ।

তোমার চোখের তারায় খুঁজে পাই শান্তি,
তোমার সাথে থেকে জীবনটা যেন অমৃতের পান্তি,
পৃথিবীর সব রং মিলেমিশে যায় তোমার রঙে,
তোমার ভালোবাসায় ভরিয়ে দাও হৃদয়ের অঙ্গনে।

তোমায় জড়িয়ে ধরার পর আমার মনে হলো,
পৃথিবীতে দুঃখ বলে আর কিছু নেই,
তোমার সাথে থাকা, এ যেন এক স্বর্গীয় আকাশ,
তোমার প্রেমে গড়ে তুলি, সুখের রাজপ্রাসাদ।