তোমাকে দেখে শান্তি পেলাম মনে,
যেন ঝড়ের পরে নীরব আকাশে
উঠে এলো সূর্যের আলো।
তোমার হাসিতে ফুটে উঠে
ফুলের বাগান,
তোমার কথায় মধুর ঝর্ণা
বয়ে চলে গান।
তোমার চোখে দেখি স্বপ্নের
নীল আকাশ,
তোমার স্পর্শে মনে হয়
জীবনের সুখ-আশ।
তোমার সাথে কাটানো প্রতিটি
মুহূর্ত মূল্যবান,
তোমার সাথে পাওয়া জীবন
ধন্য ও সুখকর।
তুমি আমার জীবনের
আলো ও আশা,
তুমি আমার সুখের
মূল কারণ।
তোমাকে দেখে শান্তি পেলাম মনে,
তুমিই আমার জীবনের
সবচেয়ে প্রিয় মানুষ।
তমা কে নিয়ে যত কথা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য