এ বিজয় আমার, তপ্ত রক্তের ফোঁটা,
শহীদের আত্মা, মুক্তির নীরব কথা।
প্রাণের আবেগে, একতার চেতনায়,
স্বাধীনতার আকাশে উদ্ভাসিত লাল সূর্য।

আলো আঁধারের মাঝে, জ্বলছে প্রদীপ,
নতুন প্রভাতে জেগেছে স্বপ্নের নিশান।
এ বিজয় আমার, সাহসের প্রতীক,
প্রাণের আহ্বানে উদিত নয়া প্রভাত।

কঠিন সংগ্রামে, হার মানেনি মন,
শত্রুর ভয়ে কখনো নত হয়নি প্রাণ।
অঙ্গীকারের মন্ত্রে, বিজয় আমার,
শহীদের রক্তে লেখা, স্বাধীনতার গান।

এ বিজয় আমার, জীবনের ধ্রুবতারা,
প্রতিরোধের অগ্নিশিখায় উদ্ভাসিত।
প্রতি ফোঁটা রক্তে, গড়া এক দেশ,
স্বপ্নের সোপান, মুক্তির বিশেষ।

এ বিজয় আমার, চিরকালের গর্ব,
শহীদের ত্যাগে, মুক্তির শৃঙ্খল।
প্রতি মণি-মুক্তায়, গাঁথা এক ইতিহাস,
এই দেশ আমার, এই বিজয় আমার।

এ বিজয় আমার - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান |
#কাব্য