জানি, ঐ দূর আকাশটা আমার নয়,
তবুও চোখ তুলে তৃষ্ণার্ত ঠোঁটে
জলের আশায় তাকিয়ে থাকি।
পাশেই নোনা জলের অথৈ সমুদ্র,
অথচ হৃদয় খুঁজে ফেরে মিঠে জলের একটুকরো সুধা।

আমার আকাশে মেঘ আসে, যায়,
কখনো বৃষ্টি হয়, কখনো শুধু
আশার রঙিন কুয়াশা ঝরে পড়ে।
আমি অপেক্ষা করি, জানি তাও—
কখনো বৃষ্টি নামবে না মিঠে জলের সুধা নিয়ে।

তবুও এই হৃদয় চেয়ে থাকে
ঐ মেঘের কালো কোল বেয়ে
যদি কোনো একদিন ঝরে পড়ে
শান্তির এক বিন্দু স্নিগ্ধ বৃষ্টি।

🍂🍂
জানি, সবই অযথা…
তবুও আমি দেখি, আমি ভাবি, আমি স্বপ্ন দেখি।

তৃষ্ণার্ত অপেক্ষা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য