ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়,
আমি স্বাধীনতার ৫৩ বছরে এসেও আমি স্বাধীন না।
আমি কবি কিন্তু স্বাধীন ভাবে কবিতা লিখতে পারি না,
আমি শিক্ষক বুদ্ধিজীবী ও কেরানী কিন্তু আমি কথা বলতে পারি না।
আমি শিল্পী কিন্তু আমি কথা বললে পুলিশ আমার মুখ চেপে ধরে।

স্বাধীনতার অঙ্গীকার কি তবে কেবল নাম?
স্বাধীনতার আলো কি তবে খুঁজে ফিরি ঘন আঁধারে?
শব্দের খাঁচায় বন্দি, ভাবনারা দম বন্ধ করে,
কবিতা লেখার ইচ্ছেটুকুও মরে যায় অজান্তে।

কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না,
স্বপ্নের নীড়ে বেঁধে নতুন প্রহর গড়ব।
মনের কোণে জমে থাকা সাহসটুকু নিয়ে,
আবার জেগে উঠব, আবার স্বাধীন হব।

ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য